ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

খুবিতে সিসিটিভি ক্যামেরা ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
খুবিতে সিসিটিভি ক্যামেরা ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে সিসিটিভি ক্যামেরা ম্যানেজমেন্ট শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ সৈয়দ নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. মতিউল ইসলাম।

তিনি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ব্যবস্থাপনাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম। এসময় আরও বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। রিসোর্স পারসন হিসেবে সেশনগুলো পরিচালনা করেন গিকি ক্লাউড আইএসপি, খুলনার ব্যবস্থাপনা পরিচালক মো. ফরহাদ হুসাইন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সেকশন অফিসার (আইটি) ইঞ্জিনিয়ার অতীশ দীপঙ্কর বিশ্বাস। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এমআরএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ