রাজশাহী: চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারের দিক থেকে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে রাজশাহী শিক্ষা বোর্ড।
এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৮৮ দশমিক ৩৩ শতাংশ।
৭ মে সোমবার দুপুর ১টায় শিক্ষা বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার বিস্তারিত ফলাফল প্রকাশ করা হয়। এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শিক্ষা বোর্ডের সচিব আব্দুর রৌউফ মিয়া।
বোর্ড সূত্রে জানা যায়, রাজশাহী বোর্ডে এবার ২ হাজার ৪৩৩টি বিদ্যালয়ের মোট ১ লাখ ৩২ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬৯ হাজার ২৭০ জন ছাত্র এবং ৬৩ হাজার ২৯৩ জন ছাত্রী রয়েছে।
এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৭২৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ হাজার ১৭১ জন ছাত্র ও ৪ হাজার ৫৫৫ জন ছাত্রী।
পরীক্ষা নিয়ন্ত্রক এসএমএ আবু হুরাইরা বাংলানিউজকে জানান, এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে এটিই সর্বোচ্চ ফলাফল। এর আগে ২০১১ সালে পাশের হার ছিল ৮০ দশমিক ৩২ শতাংশ।
এ শিক্ষা বোর্ডের অধীন রাজশাহীসহ আট জেলার মোট ১৮০টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, মে ০৭, ২০১২
প্রতিবেদন: শরীফ সুমন/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর