ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৬ শতাংশ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মে ৭, ২০১২
বরিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৬ শতাংশ

বরিশাল: এ বছর এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৬ শতাংশ।

এবার জিপিএ-৫ পেয়েছে ২৭৩০ জন শিক্ষার্থী।

এদের মধ্যে ছাত্র এক হাজার ৪১৮ জন ও ছাত্রী এক হাজার ৩১২ জন।

সোমবার দুপুর ১টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শাহ্ আলমগীর।

এ বছর ৬৩ হাজার ৩৭৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছেলে ৩১ হাজার ৪৯০ জন এবং মেয়ে ৩১ হাজার ৮৮৯ জন।

এদের মধ্যে পাস করেছে মোট ৫৫ হাজার ১১৭ জন। এর মধ্যে ছেলে পাস করেছে ২৭ হাজার ৪৯২ জন ও মেয়ে পাস করেছে ২৭ হাজার ৬২৫ জন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ০৭, ২০১২
প্রতিবেদন: কাওছার হোসেন/সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet