ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চট্টগ্রামে বোর্ডে বিজ্ঞানে এবার পাসের হার কম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, মে ৭, ২০১২
চট্টগ্রামে বোর্ডে বিজ্ঞানে এবার পাসের হার কম

চট্টগ্রাম: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ২০১২ সালে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার কমেছে।

গত বছর বোর্ডে বিজ্ঞানে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৪ শতাংশ।

২ দশমিক ২৪ শতাংশ কমে এবার পাসের হার দাঁড়িয়েছে ৮৭ দশমিক শূন্য।

সোমবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পিযুষ দত্ত আনুষ্ঠানিকভাব আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সার্বিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার গতবারের তুলনায় এবার কিছুটা কমেছে। ’

নতুন করে বিজ্ঞান বিভাগে সৃজনশীল পদ্ধতি চালু হওয়ার কারণে ফলাফল কমতে পারে বলে ধারণা করছেন তিনি।

তিনি বলেন, সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা অনেক সময় বুঝে উঠতে পারে না। এছাড়া গ্রামের শিক্ষার্থীদের উপযুক্ত শিক্ষকসহ নানা অপ্রতুলতা রয়েছে। তবে সামগ্রিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

এ বছর বোর্ডে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিলো ১৫ হাজার ৮১৮ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ হাজার ১২৯ এবং ৬ হাজার ৬৮৯ জন ছাত্রী। ছাত্রদের মধ্যে শতকরা পাশের হার ৮৭ দশমিক ৯৬। আর ছাত্রীদের পাসের হার ৮৫ দশমিক ৬৯ শতাংশ।

বোর্ডের তথ্য অনুযায়ী এ বছর বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়ে পাশ করেছে তিন হাজার ৮১৮, যা শতকরা ২৪ দশমিক ১৬ শতাংশ।

শিক্ষা মন্ত্রণালয় বোর্ডে সেরা বিদ্যালয়গুলো নির্ণয় করতে পাঁচটি মানদণ্ড নিধারণ করেছে। এর ভিত্তিতে সেরা ২০টি প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হয়েছে। তবে জিপিএ-৫-এর ভিত্তিতে বোর্ডের সেরা ১০টি বিদ্যালয় এগিয়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ০৭, ২০১২
এমবিএম/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।