ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মোহাম্মদপুর প্রিপারেটরি বিদ্যালয়ে শতভাগ পাস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মে ৭, ২০১২

ঢাকা: এবারের এসএসসি পরীক্ষায় ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে।

সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবছর জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন ছাত্রছাত্রী।

এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৯৬ জন ও বাণিজ্য বিভাগে ৩১ জন। বাকি সবাই ‘এ’ পেয়েছে। মোট ৩৩৫ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে।

বিদ্যালয়ের এই সাফল্যের খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী আর অভিভাবকদের আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে মোহাম্মদপুর প্রিপারেটরি ক্যাম্পাস।

পরীক্ষার্থীরা নিজেদের সাফল্যে একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন।

মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বেলায়েত হোসন বলেন, শিক্ষকদের প্রচেষ্টা, শিক্ষার্থী-অভিভাবকদের সচেতনতা এবং সর্বোপরি পরিচালনা পর্ষদের সব সদস্যদের সঠিক দিক-নির্দেশনার জন্য এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

এ বছর বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ২৪২ জন ও বাণিজ্য বিভাগে ৯৩ জনসহ মোট ২৬৬ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মে ০৭, ২০১২
পিআর/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।