ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কলেজে ভর্তি: আসন নয় মানের সংকট

মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মে ৭, ২০১২
কলেজে ভর্তি: আসন নয় মানের সংকট

ঢাকা: ভালো ফল করলেও ভালো কলেজে ভর্তি হতে পারবে কি না এ নিয়ে ‌উৎকন্ঠায় রয়েছে উত্তীর্ণ শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক পর্যায়ে দেশে কোনো আসন সংকট না থাকলেও ভালো কলেজে আসনসংখ্যা সীমিত।

আর ভালো কলেজে জায়গা করে নিতেই শিক্ষার্থীদের এখন দুঃচিন্তা।

এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা ৮২ হাজার ২১২ জন। গত বছরের তুলনায় জিপিএ-৫ বেড়েছে  ৫ হাজার ৪৬৩ জন। তবুও সাড়ে ৭৬ হাজার মেধাবীকে মানসম্মত কলেজে স্থান করে দেওয়া অসম্ভব বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

দেশে কলেজের সংখ্যা বাড়লেও মানসম্মত শিক্ষা বেশিরভাগ প্রতিষ্ঠানে নিশ্চিত করা যাচ্ছে না বলে জানা যায়।  

তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, `ভর্তি নিয়ে কোনো সমস্যা হবে না। একাদশ শ্রেণীতে কোনো আসন সংকট নেই। উত্তীর্ণদের তুলনায় বহু আসন খালি থাকবে। গতবারও উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রায় ১ লাখ আসন খালি ছিল।

মন্ত্রী জানান, মানসম্মত কলেজগুলোতে আসনের সীমাবদ্ধতা রয়েছে। তাই সব শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা দেওয়াই এখন আমাদের বড় চ্যালেঞ্জ।

নাহিদ জানান, এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে সর্বমোট ৯ লাখ ৪ হাজার ৭৫৬ জন শিক্ষার্থী। আর একাদশ শ্রেণীতে সারাদেশে আসন রয়েছে ১১ লাখ ৩৭ হাজার ৫৬৯টি। অন্যদিকে মাদ্রাসায় দাখিল পাস করেছে ২ লাখ ৪১ হাজার ৫৭২ জন। আর মাদ্রাসায় ফাজিল স্তরে আসন রয়েছে ১ লাখ ৮৫ হাজার। এখানে আসন কম থাকলেও সবাই মাদ্রাসা স্তরে পড়বে না। কেউ কেউ সাধারণ শিক্ষাধারায় ভর্তি হবে।

কারিগরি স্তরে এসএসসি (ভোকেশনাল) পাস করেছে ৯১ হাজার ১৭০ জন। আর এ স্তরে আমাদের আসন রয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৮০টি।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) দেওয়া তথ্য অনুসারে, শুধু জিপিএ-৫ পাওয়া মেধাবীদের আসন করে দেওয়ার মতো প্রতিষ্ঠান ঢাকা ও দেশের বড় শহরগুলোতে নেই। রাজধানীতে ভালো মানের ১০-১২টি কলেজে আসন আছে মাত্র ১০ হাজার। ভালো ফলের ভিত্তিতে সামর্থ্যবান মেধাবীরাও ছুটে আসে রাজধানীতে। এর বিপরীতে জিপিএ-৪ এবং তারও কম নম্বর অর্জনকারীদের জন্য এ সংকট আরও তীব্র।

মন্ত্রণালয় সূত্র জানায়, গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য শহর পর্যায়ের কলেজে বাধ্যতামূলকভাবে ১০ ভাগ আসন সংরক্ষণ করার জন্য কলেজগুলোতে দেওয়া নির্দেশ এবারও বহাল রাখা হবে। এবার আরও বাড়ানো যায় কি-না তা জোরালভাবে বিবেচনা করা হচ্ছে। এবারও জিপিএর ভিত্তিতেই কলেজে ভর্তির নির্দেশনা তৈরি হচ্ছে। কোনো ধরনের পরীক্ষা ও ভাইভা নেওয়া যাবে না। একই সিরিয়ালে একই জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী থাকলে সে ক্ষেত্রে ভর্তি কমিটি চতুর্থ বিষয় ছাড়া জিপিএ এবং ইংরেজি, গণিত ও বিজ্ঞানের বিষয়কে প্রাধান্য দিতে পারবে।

ব্যানবেইস সূত্র জানায়, রাজধানীতে মোট ১৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক শ্রেণী আছে। আর এসব কলেজে মোট আসন আছে ৩৯ হাজার ৫১৯টি। অথচ ঢাকা বোর্ডেই এবার পাস করেছে ২ লাখ ৭৮ হাজার ৮৯২ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫ হাজার ৬২৯ জন।

জানা গেছে, ঢাকার কলেজগুলোর মধ্যে ভালো মানের কলেজ হিসেবে পরিচিত নটর ডেম কলেজে ২ হাজার ১৪০টি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ৯৯০টি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ৬৫০টি, ঢাকা কলেজে ১ হাজার ১০০টি, হলিক্রস কলেজে ৪৯০টি, ঢাকা কমার্স কলেজে ৯০০টি, সরকারি বিজ্ঞান কলেজে ৪৭৫টি, বদরুন্নেসা মহিলা কলেজে ৮২০টি, ঢাকা সিটি কলেজে ১ হাজার ১৮০টি, রাজউক উত্তরা মডেল কলেজে ৪৫৫টি আসন আছে।

এছাড়া লালমাটিয়া গার্লস কলেজে ৬১৫টি, মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে ৪৩২টি, ঢাকা বিজ্ঞান কলেজে ৩৭০টি, বিএএফ শাহীন কলেজে ৬০৬টি, তেজগাঁও কলেজে ৪০২টি, শেখ বোরহানউদ্দিন কলেজে ১৯৯টি, রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৫৬৫টি, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে ১৯৮টি, সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজে ১৪০টি, নবকুমার ইনস্টিটিউশনে ১০০টি, এসওএস হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজে ১০৩টি, সরকারি বাঙলা কলেজে ৯৭২টি, মোহাম্মদপুর কেন্দ্রীয় ইউনিভার্সিটি কলেজে ২০৭টি, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০৯টি, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজে ৩৪টি, নিউ মডেল ডিগ্রি কলেজে ২১৪টি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ৬০টি, সিদ্ধেশ্বরী কলেজে ৬৭১টি, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ৬৫১টি, শেরেবাংলা বালিকা স্কুল অ্যান্ড কলেজে ৩০৯টি, সরকারি সোহরাওয়ার্দী কলেজে ১ হাজার ৪৮৫টি এবং ঢাকা মহানগর মহিলা কলেজে ৫১৪টি আসন রয়েছে। এসব কলেজে ভর্তির জন্য মেধাবীদের মাঝে আগ্রহ রয়েছে। এছাড়া ছোট-বড় মিলিয়ে আরও বেশকিছু কলেজ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ৭, ২০১২
এমএন/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।