ঢাকা: এসএসসি পরীক্ষার ফলাফলে বরাবরের মতোই এবারও দেশের ক্যাডেট কলেজগুলো সাফল্যের ধারাবাহিতা বজায় রেখেছে। আট সাধারণ বোর্ডের মধ্যে প্রথম স্থানে রয়েছে চার ক্যাডেট কলেজ।
এবার চট্টগ্রাম বোর্ডে ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রথম স্থান লাভ করেছে। এ কলেজ থেকে ৪৫ পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন।
বরিশাল ক্যাডেট কলেজের ৪৯ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে বরিশাল বোর্ডে প্রথম স্থান লাভ করেছে।
বরাবরের মতো যশোর বোর্ডে প্রথম স্থান ধরে রেখেছে ঝিনাইদহ ক্যডেট কলেজ। এ কলেজ থেকে এবারের পরীক্ষায় ৫৩ পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন। পাশাপাশি পাসের হার শতভাগ।
সিলেট বোর্ডে প্রথম স্থান পেয়েছে সিলেট ক্যাডেট কলেজ। ৫৩ শিক্ষার্থীর মধ্যে ৫২ জন পেয়েছে জিপিএ-৫।
রাজশাহী বোর্ডে সেরা ১০ এর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পাবনা ক্যাডেট কলেজ ও তৃতীয় স্থানে রাজশাহী ক্যাডেট কলেজ। পাবনা ক্যাডেট কলেজের ৫৬ শিক্ষার্থী এবং রাজশাহী ক্যাডেট কলেজ থেকেও ৫১ জনের সবাই জিপিএ-৫ পেয়েছে।
কুমিল্লা বোর্ডে দ্বিতীয় স্থানে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এ কলেজের ৫২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা ক্যডেট কলেজ। এ কলেজেরও ৫৩ জনের সবাই জিপিএ-৫ পেয়েছে।
দিনাজপুর বোর্ডে দ্বিতীয় স্থানে থাকা রংপুর ক্যাডেট কলেজের ৫৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।
ঢাকা বোর্ডে ষষ্ঠ স্থানে রয়েছে মির্জাপুর ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৫২ পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ০৭, ২০১২
এমএন/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর