ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
জাবিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশমাইল এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩২-৩৫।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশমাইলের কর্মচারী ক্লাবের পেছনের লেকের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার এসআই (তদন্ত) নূর আলম বলেন, ‘মরদেহের গলা, হাতের কনুইতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। ’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘বিশ্ববিদ্যালয় এলাকায় মরদেহ পাওয়া গেছে। সকাল সাড়ে ১০টার দিকে আমরা খবর পাই। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। বাকিটা পুলিশ দেখবে। ’

বিশ্ববিদ্যালয় সাময়িক প্রক্টর তাজউদ্দিন সিকদার বাংলানিউজকে বলেন, ‘এখন পর্যন্ত জানা মতে অজ্ঞাত ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের কেউ নন। আমরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার বিষয়ে ওয়াকিবহাল আছি। ’

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ২০,২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।