ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

শিক্ষা

ঈদের ছুটি শেষে কাল খুলবে কুয়েট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
ঈদের ছুটি শেষে কাল খুলবে কুয়েট

খুলনা: ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল রোববার (৩০ এপ্রিল) খুলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুরু হবে।

এর আগে গত ১৯ এপ্রিল থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে। ফলে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। তা ছাড়া গত ২৮ ও ২৯ এপ্রিল (শুক্রবার-শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
এমআরএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ