ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দায়িত্বে অবহেলা: পলাশবাড়ীতে এক কেন্দ্রের দুই শিক্ষককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ২, ২০২৩
দায়িত্বে অবহেলা: পলাশবাড়ীতে এক কেন্দ্রের দুই শিক্ষককে অব্যাহতি

গাইবান্ধা: দায়িত্বে অবহেলার দায়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পিয়ারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (২ মে) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে তাদের অব্যাহতি দেওয়া হয়।

 

অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন+- গিধারীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) শিউলি বেগম ও  নান্দিশহর উচ্চ বিদ্যালয়ের কৃষি বিষয়ক শিক্ষক আব্দুল্লাহ আল-মতি।  

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুই শিক্ষক যে কক্ষে দায়িত্বপালন করছিলেন সেখানে বেশ কয়েকজন পরীক্ষার্থী বহুনির্বাচনী নৈব্যত্তিক পরীক্ষায় একই সেট পূরণ করছিল। যেটা দেখার দায়িত্ব ছিল ওই শিক্ষকদের। তা না করায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।