ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় ২ ছাত্রী বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মে ২, ২০২৩
স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় ২ ছাত্রী বহিষ্কার

রাজশাহী: রাজশাহীতে স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় দুই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।  

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে চলমান এসএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয়পত্রে ওই দুইজনকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজশাহী বোর্ডে বহিষ্কৃত ওই শিক্ষার্থীরা হলেন- বগুড়ার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. আরজিনা জাহান ও বগুড়ার ভিকোনেরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কুমারী শ্রাবন্তী রানি।

আজ বিকেলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের্র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে বগুড়ার দুই শিক্ষার্থী স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছিল। যদিও স্মার্টফোন নিয়ে কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তাই পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ওই দুইজনকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, আজকে অনুষ্ঠিত পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডে এক হাজার ৮২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। শতাংশের হিসাবে দশমিক ৯৯। রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে রাজশাহী জেলায় অনুপস্থিতির সংখ্যা সবচেয়ে বেশি।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ০২, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।