ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে পরিবেশ দূষণ-ঝুঁকি ব্যবস্থাপনা শীর্ষক সিম্পোজিয়াম শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মে ২, ২০২৩
ঢাবিতে পরিবেশ দূষণ-ঝুঁকি ব্যবস্থাপনা শীর্ষক সিম্পোজিয়াম শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুইডেনের লিনিয়াস বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী 'পরিবেশ দূষণ ও ঝুঁকি ব্যবস্থাপনা' শীর্ষক এক আন্তর্জাতিক সিম্পোজিয়াম শুরু হয়েছে।

মঙ্গলবার (০২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে এই সিম্পোজিয়াম উদ্বোধন করেন।

সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, লিনিয়াস বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কর্নেলিয়া উইটথপট্ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানভীর আহমেদ চৌধুরী বক্তব্য দেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সিম্পোজিয়ামের সফলতা কামনা করে বলেন, এতে উপস্থাপিত বিভিন্ন প্রবন্ধ থেকে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা তাদের জ্ঞানের জগতকে আরও সমৃদ্ধ করতে পারবেন। পরিবেশ দূষণ রোধে ও পরিবেশ সংরক্ষণে এই সিম্পোজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সিম্পোজিয়ামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এতে দেশ-বিদেশের শিক্ষক ও গবেষকেরা ২৩টি প্রবন্ধ উপস্থাপন করবেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মে ০২, ২০২৩
এসকেবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।