ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নকলের দায়ে রাজশাহী বোর্ডে ৬ শিক্ষার্থী বহিষ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মে ৩, ২০২৩
নকলের দায়ে রাজশাহী বোর্ডে ৬ শিক্ষার্থী বহিষ্কার

রাজশাহী: নকাল করার দায়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩ মে) ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।

এ দিন বিকেলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো—সিরাজগঞ্জ জেলার মাজেদা আদিল মেমো উচ্চ বিদ্যালয়ের মো. আব্দুল আজিজ, বগুড়া জেলার সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মো. কবির সরকার কনক, নওগাঁ জেলার বিল বরো গায়োশিয়া উচ্চ বিদ্যালয়ের মো. মেহেদী হাসান, গোপালপুর চকগৌরী উচ্চ বিদ্যালয়ের মো. হাসান আলী, সাকিব হোসেন ও বিল বয়রা গায়োশিয়া উচ্চ বিদ্যালয়ের ফরিদ হোসেন।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, আজ ইংরেজি প্রথম পরীক্ষা ছিল এই পরীক্ষা চলাকালে বোর্ডের অধীনে থাকা তিন জেলার মোট ৬ শিক্ষার্থীকে নকল করার দায়ে বহিস্কার করা হয়েছে। তারা ছোট ছোট কাগজে লিখে নিয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল।

এ দিন এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে রাজশাহী শিক্ষা বোর্ডে ১ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী অনুপন্থিত ছিল বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।