ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ফ্যান খুলে পড়ল এসএসসি পরীক্ষার্থীদের মাথায়!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ৭, ২০২৩
ফ্যান খুলে পড়ল এসএসসি পরীক্ষার্থীদের মাথায়!

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার হলে চলন্ত ফ্যান খুলে পড়ে তিন পরীক্ষার্থী আহত হয়েছে।

রোববার (৭ মে) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার হাজি আহমাদ আলী আলিয়া কামিল এম এ মাদরাসা পরীক্ষা কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা সদরের চিলগাছা দাখিল মাদরাসার শিক্ষার্থী। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিছুটা সুস্থ হওয়ার পর ওই তিন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

কেন্দ্র সচিব ও আলোকদিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদরাসার অধ্যক্ষ মো. দুলাল হোসেন জানান, পরীক্ষা শুরু হওয়ার ২০ মিনিট আগে একটি কক্ষের চলন্ত ফ্যান হঠাৎ খুলে পড়ে। এতে তিন পরীক্ষার্থী আহত হয়। এ ঘটনার পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এসে তাদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা পরীক্ষায় অংশ নেয়।

সিভিল সার্জনের মেডিকেল টিমের কেন্দ্রে দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস এম মনিরুজ্জামান জানান, আহত শিক্ষার্থীদের মধ্যে একজন ডান হাতে, একজন গালে ও আরেকজন মাথায় হালকা আঘাত পেয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা সবাই পরীক্ষা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।