ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

৩৩ দফা দাবিতে ইবি উপাচার্যকে স্মারকলিপি ছাত্রলীগের

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মে ৯, ২০২৩
৩৩ দফা দাবিতে ইবি উপাচার্যকে স্মারকলিপি ছাত্রলীগের

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সার্বিক সমস্যা দূর করার জন্য ৩৩ দফা দাবিতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ।  

মঙ্গলবার (৯ মে) বেলা ১টার দিকে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি দেন সংগঠনটির নেতা কর্মীরা।

 

স্মারকলিপি দেওয়ার আগে দাবিগুলো পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা উপস্থিত ছিলেন।  

তাদের দাবিগুলো হলো- ১. বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে। ২. আবাসিক হলের লাইব্রেরিতে মানসম্মত বই ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। ৩ বিশ্ববিদ্যালয়ের সব হলের খাবারের মান বাড়াতে হবে। ৪. আবাসিক সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ৫. বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল ও ভবনগুলোয় দ্রুতগতির ওয়াইফাই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৬. স্বপ্নের মেগা প্রজেক্ট দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। ৭. শ্রেণিকক্ষ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ৮. শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৯. বিশ্ববিদ্যালয়ের চারদিকে প্রাচীর সংস্কার ও মেরামত করতে হবে। ১০. টিএসসিসিতে নিয়মিত সভা-সেমিনার করার ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ১১. পরিবহন ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ১২. চিকিৎসাকেন্দ্রে মানসম্মত ও জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। ১৩. পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ভোগান্তি নিরসনে উক্ত অফিস ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে। ১৪. ব্যাংকে ই-ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ১৫. সার্টিফিকেট উত্তোলনের ভোগান্তি নিরসনের লক্ষ্যে উক্ত অফিস ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে। ১৬. বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে। ১৭. প্রভোষ্ট ও আবাসিক শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিশ্চিত করতে হবে। ১৮. বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। ১৯. নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা নিশ্চিত করতে হবে। ২০. মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ২১. আবাসিক হলগুলোয় মানসম্মত ওয়াশরুমের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ২২. ইসলামী বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ২৩. ছাত্রকল্যাণ তহবিল থেকে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে হবে। ২৪. ইসলামী বিশ্ববিদ্যালয়কে সবুজ ক্যাম্পাসে রুপান্তরিত করার লক্ষ্যে অধিক সংখ্যক ফলজ, বনজ, ওষুধি গাছ লাগানোর পদক্ষেপ নিতে হবে। ২৫. জাতীয় স্থাপনাগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। ২৬. টিএসসিসি সার্বক্ষণিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখতে হবে। ২. কেন্দ্রীয় লাইব্রেরি সব শিক্ষার্থীর জন্য সার্বক্ষণিক খোলা রাখতে হবে। ২৮. সব শিক্ষার্থীর জন্য আধুনিক স্মার্ট কার্ড নিশ্চিত করতে হবে। ২০. বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করতে হবে। ৩০. শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বের ব্যপারে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ৩১. উপরোক্ত সব যৌক্তিক দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ৩২. বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত জার্নাল ওয়েবসাইটে অনলাইনে প্রকাশ করতে হবে। ও ৩৩. বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে নিরাপদ পানি নিশ্চিত করতে হবে।

এ ব্যাপারে সংগঠনটির সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের যাবতীয় সমস্যা খুঁজে বের করে উপাচার্যের বরাবর একটি স্মারকলিপি দিয়েছি। আশা করি, শিক্ষার্থীদের এ ন্যায্য ও যৌক্তিক দাবিগুলো প্রশাসন মেনে নেবে এবং অতিদ্রুত পদক্ষেপ নেবে।

উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, দাবিগুলোর সঙ্গে আমরা একমত। এগুলো বাস্তবায়ন করতে পারলে আমাদের নিজেদেরও আত্মতৃপ্তি আসবে। আমরা এগুলো বাস্তবায়নে কাজ করে যাব। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।