ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে গেজেট প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, মে ১০, ২০২৩
বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে গেজেট প্রকাশ

ঢাকা: বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে গেজেট প্রকাশ করেছে সরকার। বুধবার (১০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা হয়।

এতে বলা হয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (২০০১ সনের ৪২ নং আইন) এর ধারা ১ এর উপ-ধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার আগামী ২২ মে তারিখকে উক্ত আইন কার্যকর করার তারিখ নির্ধারণ করল।

এর আগে, ২০১৯ সালে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছিল। তবে গত ১৩ মার্চ এ সংক্রান্ত আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হলে আগেই বগুড়ায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন অনুমোদিত হওয়ায় তা বাতিল হয়।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, মে ১০, ২০২৩
এমআইএইচ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।