ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ভর্তি পরীক্ষা উপলক্ষে ৮ দিন বন্ধ ইবি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, মে ১৩, ২০২৩
ভর্তি পরীক্ষা উপলক্ষে ৮ দিন বন্ধ ইবি

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের গুচ্ছ এবং স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে ৮দিন বন্ধ থাকবে ইবির ক্লাস-পরীক্ষা। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

শনিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম আলী হাসানের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।  

অফিস আদেশে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের সম্মান প্রথম শ্রেণিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার লক্ষে আগামী ১৯, ২০, ২৬ ও ২৭ মে এবং ২ থেকে ৫ জুন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে উক্ত দিনগুলোতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অফিস যথারীতি খোলা থাকবে।

প্রসঙ্গত, আগামী ২০ মে সমন্বিত গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের  ‘বি’ ইউনিট, ২৭ মে ‘সি’ ইউনিট ও ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও আগামী ৫ জুন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ১৩, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।