ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

গণরুম বিলুপ্তির দাবিতে অনশনে জাবি শিক্ষার্থী

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, জুন ১, ২০২৩
গণরুম বিলুপ্তির দাবিতে অনশনে জাবি শিক্ষার্থী

জাবি করেসপন্ডেন্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে গণরুম বিলুপ্তসহ ৩ দফা দাবিতে অনশনে বসেছেন  মীর মশাররফ হোসেন হলের এক আবাসিক শিক্ষার্থী।

অনশনকারী শিক্ষার্থী হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৯ ব্যাচের  শিক্ষার্থী সামিউল ইসলাম প্রিতম।

 

বুধবার (৩১ মে ) সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের খেলার মাঠে অবস্থা নিয়ে 'অনশন' শুরু করেন ওই শিক্ষার্থী। যা প্রতিবেদন লেখা পর্যন্ত চলমান ছিল।  

অনশনরত শিক্ষার্থীর দাবিগুলো হলো- গণরুমের বিলুপ্তি, মেয়াদোত্তীর্ণ ছাত্রদের অবিলম্বে হল ত্যাগ ও গণরুম মিনি গণরুমে অবস্থান করা বৈধ ছাত্রদের সিট সুনিশ্চিত করা।

অনশনকারী শিক্ষার্থী সামিউল ইসলাম প্রিতম বাংলানিউজকে বলেন, আমি গত বুধবার (৩১ মে) সন্ধ্যা থেকে এখানে অনশনে আছি। আমর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি আমরা অনশন চালিয়ে যাব।  

তিনি আরও বলেন, আমি গত বুধবার থেকে অনশনে থাকলেও প্রশাসনের কেউ এখনো দায়িত্ব নিয়ে আমার সাথে দেখা করতে আসেনি।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানকে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেন নি।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ০১,২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।