ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গ্রীষ্মকালীন ছুটি বাতিল করলো শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুন ৫, ২০২৩
গ্রীষ্মকালীন ছুটি বাতিল করলো শাবিপ্রবি

শাবিপ্রবি (সিলেট): অনিবার্য কারণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গ্রীষ্মকালীন ছুটি (৭ দিন) বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে উল্লেখিত রোববার (১৮ জুন) থেকে সোমবার (২৬ জুন) পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। ফলে ১৮ থেকে ২২ জুন পর্যন্ত ক্লাস ও অফিসগুলো খোলা থাকবে।

অন্যদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রোববার (২৫ জুন) থেকে বৃহস্পতিবার (৬ জুলাই) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৭ ও ৮ জুলাই সাপ্তাহিক বন্ধ হওয়ায় রোববার (৯ জুলাই) থেকে যথারীতিতে ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম চালু হবে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।