ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইবিতে স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুন ৫, ২০২৩
ইবিতে স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ইবি: গুচ্ছ পদ্ধতি বাদ দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে স্বতন্ত্রভাবে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে।  

সোমবার (৫ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুটি একাডেমিক ভবনে পরীক্ষা হয়।

 

এতে ২ হাজার ১২৭ জন আবেদনকারীর মধ্যে ২ হাজার ১১ জন পরীক্ষায় অংশ নেন। যার মোট উপস্থিতির হার ৯৪.৪১ শতাংশ।

এদিকে আজ (সোমবার) রাতের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. মাকসুদুর রহমান।  

তিনি বলেন, আমরা এরই মধ্যে কাজ শুরু করেছি। আশা করছি, আজ (সোমবার) রাত ৮টার মধ্যেই ফল প্রকাশ করতে পারব।

‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের তিনটি বিভাগ আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোট ৩২০টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ভর্তিচ্ছুরা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।