ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সেশনজট কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মে ২১, ২০১২
সেশনজট কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলন

ঢাকা: সেশনজট নিরসনের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর আটটি কলেজের কয়েকশ শিক্ষার্থী জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করছে।

সেশনজট নিরসন ছাত্র পরিষদ নামের ব্যানারে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এ বিক্ষোভ শুরু হয়।



শিক্ষার্থীরা সেশনজটের স্থায়ী সমাধান, প্রতিটি পরীক্ষার ফলাফল সর্বোচ্চ তিনমাসের মধ্যে প্রদান, অ্যাকাডেমিক ক্যালেন্ডারের বাস্তবায়ন, প্রতিটি শিক্ষাবর্ষের শুরুতে চার বছরের কোর্স প্ল্যানসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করছে।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর সরকারি কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী সরকারি কলেজ, বোরহানউদ্দিন কলেজ ও মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেয়।

শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত চার বছরের অনার্স কোর্স শেষ করতে প্রায় সাত বছর লেগে যায়। এতে করে তাদের শিক্ষা জীবন থেকে মূল্যবান তিনটি বছর হারিয়ে যাচ্ছে। যার প্রভাব চাকরির ক্ষেত্রে পড়ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স সম্পন্ন করতেই শিক্ষার্থীদের চাকরির বয়স পেরিয়ে যায় বলে তারা দাবি করেন। এর ফলে লাখ লাখ শিক্ষার্থীর জীবন হুমকির মুখে।

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উদাসীনতা, প্রসাশনিক ও একাডেমিক অব্যবস্থাপনা, অভ্যন্তরীণ সমন্বয়তার কারণে দিন দিন সেশনজট বেড়েই চলেছে বলে তাদের অভিযোগ।

শিক্ষার্থীরা জানান, আশ্বাস দেওয়া সত্বেও কর্তৃপক্ষ সেশনজট কমাতে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এ জন্যই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওযার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মে ২১, ২০১২
মহসিন/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।