ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুমিল্লা শিক্ষা বোর্ডের মঙ্গলবারের পরীক্ষা ২৬ মে

স্টাফ করেসপডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, মে ২১, ২০১২

ঢাকা: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মঙ্গলবারের অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ মে শনিবার।



অনিবার্য কারণে কুমিল্লা শিক্ষাবোর্ডের এ পরীক্ষা স্থগিত করা হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ে সূত্রে জানা গেছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মঙ্গলবারের সকালে গার্হস্থ্য অর্থনীতি, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রাকটিস প্রথম পত্র এবং সমরবিদ্যা প্রথম পত্র এবং বিকালে পরিসংখ্যান, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টিবিজ্ঞান প্রথম পত্র (রসায়ন), সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টিবিজ্ঞান প্রথম পত্র (জীববিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জরুরি প্রয়োজনে ০১৭১১-৭২৩২২৩ নম্বর মোবাইল ফোনে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সঙ্গে এবং ০১৭১২-২৯৭৯৩৬ নম্বর মোবাইল ফোনে পরীক্ষা নিয়ন্ত্রক’র সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময় : ২১০৫ ঘণ্টা, মে ২১, ২০১২
সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।