রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ভর্তির ফরম বিতরণ মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
ভর্তি ফরম সংগ্রহ ও জমাদান চলবে আগামী ২৭ জুন পর্যন্ত এবং ২৯ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুর দেড়টায় বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিভাগীয় সব শিক্ষক উপস্থিত ছিলেন।
এ সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি প্রফেসর ড. সুভাষ চন্দ্র শীল জানান, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সান্ধ্যকালীন এমবিএ কোর্সের ভর্তির জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্লাতক (পাস কোর্স), অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি অর্জনকারী আবেদন করতে পারবেন।
তবে গ্রেডিং পদ্ধতিতে আবেদনকারীর নূন্যতম ৩টি ক্যাটাগরিতে মোট ৬ পয়েন্ট থাকতে হবে।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতায় একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
তিনি আরও জানান, আগামী ২৯ জুন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে এবং ৩০ জুন ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
উর্ত্তীণদের ৮ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে ভর্তি সম্পূর্ণ করতে হবে। আগামী ২০ জুলাই থেকে ক্লাস শুরু হবে।
পরীক্ষা পদ্ধতি সম্পর্কে সুভাষ চন্দ্র শীল বলেন, ‘ইংরেজি ১৫ নম্বর, সাধারণ গণিত ১৫ নম্বর ও সাধারণ জ্ঞান বিষয়ে ৩০ নম্বরসহ মোট ৬০ নম্বরের এমসিকিউ (MCQ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ’
সংবাদ সম্মেলনে জানানো হয়, আবেদনকারীকে আগামী ২৯ জুনের মধ্যে অফিস চলাকালীন বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অফিস থেকে ৪শ টাকা মূল্যের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
উল্লেখ্য, ২০১২ সালের জুলাই-ডিসেম্বর সেমিস্টারে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ৫০ জন শিক্ষার্থীকে সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি করানো হবে।
এছাড়াও ভর্তি সম্পর্কিত বিস্তারিত যে কোনো তথ্য সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ২২, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর