ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭৫ শতাংশ: জাবি উপাচার্য

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭৫ শতাংশ: জাবি উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরীক্ষার মধ্যে দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭৫ শতাংশ।

রোববার (১৮ জুন) সকালে প্রথম শিফটের পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে পরীক্ষা চলাকালীন সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান, রেজিস্ট্রার রহিমা কানিজ প্রমুখ।

এসময় উপাচার্য বলেন, প্রতি রুমে দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। পরীক্ষায় উপস্থিতির হার ৭০-৭৫ শতাংশের মতো। পুরো পরীক্ষা শেষ হলে সংখ্যাটি নিশ্চিত করা যাবে।

গত বছরের তুলনায় এ বছর আবেদনকারীর সংখ্যা কম কেন? এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, এ বছর আমরা আবেদনের জন্য জিপিএ বাড়িয়েছি। সেজন্য কিছু সংখ্যা কম হতে পারে। তবে জাহাঙ্গীরনগরে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হয়।  

উপাচার্য আরও বলেন, পরীক্ষা সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বাংলানিউজকে বলেন, প্রথম শিফটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছ। বাকি পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।