ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

৬৭০৪টি সরকারি স্কুল ভবন জরাজীর্ণ: প্রতিমন্ত্রী  

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
৬৭০৪টি সরকারি স্কুল ভবন জরাজীর্ণ: প্রতিমন্ত্রী  

ঢাকা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, দেশে বর্তমানে ৬ ৬ হাজার ৭০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন রয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. শাহে আলমের এক প্রশ্নের লিখিত উত্তরে জাকির হোসেন এ কথা জানান।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বৃহস্পতিবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন,  সারাদেশে বর্তমানে ৬৭০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্য থেকে জরাজীর্ণ ভবনের পরিবর্তে অতিরিক্ত শ্রেণিকক্ষ ও ভবন নির্মাণের জন্য ১০১৩টি বিদ্যালয়ের তালিকা চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পে পাঠানো হয়েছে। এছাড়াও ১০৩৬টি বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় ভবন, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের জন্যও তালিকা অনুমোদন করে এলজিইডিতে দেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে জরাজীর্ণ ও আধা পাকা ভবনগুলোর পরিবর্তে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।  

বর্তমানে বেশ কিছু স্কুলের ভবন ও অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণের কাজ চলছে বলেও জানান জাকির হোসেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
এসকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।