ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি’র ফরম পূরণের সময় বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এইচএসসি’র ফরম পূরণের সময় বাড়ল

ঢাকা: ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের চলমান কার্যক্রমের সময় আগামী ১৮ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করা যাবে।

রোববার (১৬ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সময় আগামী ১৯ জুলাই পুনঃনির্ধারণ করা হয়েছে। আর বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় আগামী ২০ জুলাই থেকে বাড়িয়ে ২৫ জুলাই এবং সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ২৬ জুলাই পর্যন্ত।

উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

এর আগে ফরম পূরণ গত ৯ জুলাই শুরু হয়ে রোববার (১৬ জুলাই) পর্যন্ত নির্ধারিত ছিল। আর বিলম্ব ফি’সহ ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত সময় ছিল।

চলতি বছরের ১৭ আগস্ট থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।