ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

মঙ্গলবার চট্টগ্রাম মহানগরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: মাউশি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৩
মঙ্গলবার চট্টগ্রাম মহানগরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: মাউশি

ঢাকা: অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক পাঠদান কার্যক্রম মঙ্গলবার বন্ধ থাকবে।

সোমবার (৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন চট্টগ্রাম মহানগর এলাকায় অবস্থিত সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম মঙ্গলবার (৮ আগস্ট) বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।

শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র দুর্যোগ পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থায় সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত কয়েক দিন ধরে চট্টগ্রামে অতিভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে মানুষ দুর্ভোগে পড়েন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৩
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।