ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবির ইতিহাস বিভাগের দায়িত্বে অধ্যাপক এমরান জাহান

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
জাবির ইতিহাস বিভাগের দায়িত্বে অধ্যাপক এমরান জাহান অধ্যাপক ড. মো. এমরান জাহান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহানকে বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানের সই করা এক অফিস আদেশে নিয়োগের বিষয়টি জানানো হয়।



অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারাবলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহানকে বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। আগামী ২৫ আগস্ট থেকে ৩৬ মাসের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

দায়িত্বে থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন বলে অফিস আদেশে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।