ঢাকা, সোমবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

শিক্ষা

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৩
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। এতে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৪১ জন পরীক্ষার্থী।

রোববার (২০ আগস্ট) বিকেলে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা পিএসসির ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। এছাড়া মোবাইলে এসএমএস এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে।

পরীক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ওয়েবসাইটে বিস্তারিত জানানো হয়েছে।

এর আগে ২০২১ সালের ২৯ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২২ সালের ২০ জানুয়ারি ৪৩ তম বিসিএস এর প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছিল।

ফল দেখতে ক্লিক করুন

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট২০, ২০২৩
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।