ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১৫০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
১৫০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ীতে বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরের চতুর্থ কিস্তির বরাদ্দ থেকে মৌলভীবাজার জেলা প্রশাসক ১৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন।

মঙ্গলবার উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ড. উর্মি বিনতে সালাম।

এ সময় বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে ৪র্থ কিস্তির বরাদ্দ হতে ১৫০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, উপজেলাধীন ০৭ নং ফুলতলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন, ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, ফুলতলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, রাগনা বটুলী উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ, সরস্বতীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, বটুলী স্থল শুল্ক স্টেশন পরিদর্শন, পশ্চিম বটুলী বর্ডার হাটের জন্য প্রস্তাবিত জায়গা এবং ফুলতলা চা বাগান পরিদর্শন করেন ড. উর্মি।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস-চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা ও উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া।  

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
বিবিবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।