ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষকদের আশ্বাসে সাত কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
শিক্ষকদের আশ্বাসে সাত কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

ঢাকা: শিক্ষকদের আশ্বাসে প্রাথমিকভাবে বুধবারের কর্মসূচি স্থগিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তারা বুধবারের আন্দোলন কর্মসূচি স্থগিত করার কথা জানান।

 

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে কথা বলেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মকলেছুর রহমান রবিন।

রবিন বলেন, আপনারা জানেন ১৬ আগস্ট থেকে আমাদের আন্দোলন কর্মসূচি চলছে। প্রাথমিকভাবে শিক্ষক কর্তৃপক্ষের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি। বিষয়টি তারা দেখছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে তারা দীর্ঘ মিটিংও করেছেন। সর্বশেষ তারা আমাদের প্রাথমিকভাবে কোনো আন্দোলন কর্মসূচি না করার আহ্বান জানিয়েছেন। আমরা আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল। তাই তাদের কথা অনুযায়ী আমরা সাত কলেজের শিক্ষার্থীরা আজকের কর্মসূচি স্থগিত করছি।  

তবে দাবি পূরণ না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার কথা জানান তিনি। এ সময় সাত কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে পদার্পণের (প্রমোশন) সুযোগ চেয়ে আন্দোলন করছেন এই শিক্ষার্থীরা।  


বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এইচএমএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।