ঢাকা, বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ৫১৮, বহিষ্কার ১২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
বরিশাল বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ৫১৮, বহিষ্কার ১২ প্রতীকী ছবি

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রে ৫১৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এছাড়া বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলা বাদে ৫ জেলায় ১২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে রয়েছে ভোলা জেলায় ৭৩ জন, বরগুনায় ৫৭ জন, পটুয়াখালীতে ১২০ জন, পিরোজপুরে ৪৮ জন, ঝালকাঠিতে ৫৬ ও বরিশালে ১৬৪ জন।

এর ফলে বৃহস্পতিবার (২৪ আগস্ট) ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষায় মোট ৬৬ হাজার ৭০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬ হাজার ১৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

অপরদিকে বহিষ্কৃত ১২ পরীক্ষার্থীর মধ্যে বরিশাল জেলায় ২ জন, ঝালকাঠিতে ৪ জন, পটুয়াখালীতে ৩ জন, বরগুনায় ২ জন ও ভোলায় ১ জন রয়েছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, সুষ্ঠু-সুন্দর পরিবেশে বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ১৩১ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন জানান, সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে সকল জেলা ও উপজেলা প্রশাসন তদারকি করবে। পাশাপাশি বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ১২টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এমএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।