ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবি’র সব ক্লাস-পরীক্ষা ৫ দিনের জন্য বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জুন ১০, ২০১২

দিনাজপুর: ছুরিকাঘাতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্র ফাহিম মাহফুজ বিপ্লব নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা পাঁচদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার গভীররাতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আফজাল হোসেন শিক্ষকদের নিয়ে এক জরুরি সভায়  বসেন।

ওই সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী রোববার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা ও ক্লাস বন্ধ রয়েছে এবং আগামী ১৪ জুন পর্যন্ত তা বন্ধ থাকবে।
 
তবে বিশ্ববিদ্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মাহফুজ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা দেখা দিয়েছে। ফলে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, ক্যাম্পাসের বাইরে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

এদিকে, রোববার সকাল ১০টায় মাহফুজের লাশ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, হাবিপ্রবি’র ছাত্র ও ওই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম মাহফুজ বিপ্লব গত শনিবার দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুন ১০, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।