ঢাকা: ৩২ তম (বিশেষ) বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা শুরু হয়েছে আজ। ছয় বিভাগের মোট ১২ টি কেন্দ্রে একযোগে বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এরমধ্যে ঢাকায় ৭টি এবং রংপুর ছাড়া অন্য ৫টি বিভাগে একটি করে কেন্দ্র পরীক্ষা হচ্ছে। সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। প্রথম দিনে ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা।
উল্লেখ্য, ২৭, ২৮ ও ২৯ তম বিসিএস-এ মুক্তিযোদ্ধার সন্তান, নারী ও উপজাতি কোটায় শূন্য থাকা এক হাজার ৪৮৯টি কর্মকর্তার পদে নিয়োগের লক্ষ্যেই বিশেষভাবে ৩২তম বিসিএস পরীক্ষা নেওয়া হচ্ছে। এ পরীক্ষার মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, মহিলা কোটায় ১৩০ জন এবং উপজাতীয় কোটায় ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে।
১৮ দলীয় জোটের জনসমাবেশের কারণে সোমবার পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তির শিকার হন পরীক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১১ জুন ২০১২
এমএন/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর