বরিশাল: বরিশালের ৫৩৭ জন গরিব মেধাবী কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে জেলা পরিষদ।
এ উপলক্ষে শনিবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা পরিষদের প্রশাসক ডা. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র শওকত হোসেন হিরন।
এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু, প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন প্রমুখ।
বরিশালের ১০ উপজেলা থেকে ২০১১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী ৫৩৭ জন গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুন ১৬, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর