ময়মনসিংহ: হরতালে গাড়ি পোড়ানোর মামলায় কারাগারে আটক ১৮ দলীয় জোটের জাতীয় ও ছাত্র নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)শাখা ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।
হরতালে গাড়ি পোড়ানো মামলায় কারাগারে আটক জাতীয়তাবাদী ছাত্রলের কেন্দ্রীয় সংসদের সভাপতি সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আলীমসহ ১৮ দলীয় জোটর জাতীয় নেতাদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সারা দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের কামাল-রঞ্জিত (কে.আর.) মাকের্ট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- শাখা ছাত্রদলের সভাপতি ইয়ার মাহমুদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জনি, সিনিয়ার সহসভাপতি রুহুল আমিন, সহসভাপতি শরিফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সানি, শরিফ, বাবু, লিপু, আশরাফ, আতিক, সুজন, নিয়াজ মোর্শেদ প্রমুখ।
সমাবেশ থেকে বক্তরা অবিলম্বে ছাত্র নেতাদের মুক্তি দিয়ে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা করার পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি দাবি জানান।
বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা:শামীম হোসেন, নিউজরুম এডিটর