ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১২-১৩ অর্থবছরের জন্য ৩০৬ কোটি ২০ লাখ টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে।
এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুদান আসবে ২৩৭ কোটি ৪০ লাখ এবং নিজস্ব আয় ৩২ কোটি টাকা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন এ বাজেট উপস্থাপন করেন।
এর আগের বছর বিশ্ববিদ্যালয়ের বাজেট ছিল ২৭৭ কোটি ২৯ লাখ টাকার। তবে ৩৬ কোটি ৮০ লাখ টাকা ঘাটতি রেখে নতুন অর্থবছর শুরু করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ।
জানা গেছে, এবারের বাজাটে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ২ কোটি ৯১ লাখ ৮০ হাজার টাকা।
বাজেটে সর্বোচ্চ ব্যয়ের খাত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশন। মোট বাজেটের ৮০ শতাংশেরও বেশি টাকা এ খাতে বরাদ্দ।
ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকর সভাপতিত্বে সিনেট অধিবেশনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানসহ সিনেট সদস্যরা।
বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, জুন ২৮, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর