ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবি খুলছে রোববার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুন ৩০, ২০১২

দিনাজপুর: গ্রীষ্মের ছুটি শেষে ১৫ দিন পর দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) রোববার খুলছে।

গত ১৫ জুন থেকে বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন ছুটির জন্য বন্ধ ছিল।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ১৫ থেকে ২০ জুন পর্যন্ত বন্ধ ছিল। ২১ জুন থেকে যথারীতি প্রশাসনিক সব কার্যক্রম শুরু হয়।

এদিকে, রোববার থেকে শিক্ষার্থীদের যথাসময়ে নির্ধারিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার ১৩ বছর পর এবারই প্রথমবারের মতো হাবিপ্রবিতে গ্রীষ্মকালীন ছুটি চালু হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এটিএম শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, যেসব শিক্ষার্থী ছুটিতে বাড়িতে গিয়েছিল তারা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। তবে কিছু শিক্ষার্থী বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসেই ছিল।
 
হাবিপ্রবি উপাচার্য এম. আফজাল হোসেন বাংলানিউজকে জানান, গ্রীষ্মকালীন ছুটি ১৫ দিন হলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ২০ জুনের পর থেকে খোলা ছিল।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।