ঢাকা: বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)-এর সাধারণ সম্পাদক ইনছান আলীকে সমিতির ভাবমূর্তি নষ্ট, অর্থ আত্মসাতের অভিযোগে সমিতি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার বাসমাশিস’র দফতর সম্পাদক কাদের ভূঁঞা প্রেরিত এক বার্তায় জানানো হয়, ইনছান আলীকে আগামী দুই সপ্তাহের মধ্যে তার দায়িত্ব গ্রহণের পর থেকে অব্যাহতির পূর্ব পর্যন্ত যাবতীয় আয়-ব্যয়ের হিসাব, নিজের কাছে থাকা সমিতির অর্থ সমিতির ব্যাংক একাউন্টে জমা করা, সমিতির দাফতরিক সকল কাগজপত্র সভাপতির কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বার্তায় জানানো হয়, গত ২৭ জুন বুধবার সমিতির সভাপতি সামসুল হক ইনছান আলীকে অব্যাহতি দেন।
অব্যাহতি পত্রে আরো বলা হয়, এ আদেশই তার চূড়ান্ত অব্যাহতির আদেশ হিসেবে বিবেচিত হবে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনের সহায়তা চাওয়া হবে।
সমিতির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করবেন সমিতির যুগ্মসম্পাদক-১ আমিনুল হক।
বাংলাদেশ সময় ১৭৪০ ঘণ্টা, জুলাই ২, ২০১২
এমএন/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর