ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

অনিয়ম: যশোর শিক্ষাবোর্ডের সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক বদলি

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুলাই ২, ২০১২
অনিয়ম: যশোর শিক্ষাবোর্ডের সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক বদলি

যশোর: দুর্নীতি ও অনিয়মের অভিযোগে যশোর শিক্ষাবোর্ডের সচিব কামরুল হুদা ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিমকে বদলি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় তাদের এ বদলির আদেশ দিয়েছে।

সচিব কামরুল হুদাকে খুলনা সুন্দরবন কলেজ ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিমকে গোপালগঞ্জ সরকারি কলেজে যোগদান করতে বলা হয়েছে।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, ২০১১ সালে যশোর শিক্ষাবোর্ডের এইচএসসি খাতা পুনর্মূল্যায়নে অনিয়ম, বোর্ডের পরীক্ষা বিভাগসহ বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ ওঠে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে। ফলে সচিব কামরুল হুদা ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সেলিমকে বদলি করা হয়েছে।

রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশের মাধ্যমে এ বদলির আদেশ যশোর বোর্ডে পৌঁছে।

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক আমিরুল আলম খান বদলির আদেশের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ০২, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।