ফরিদপুর: ফরিদপুরে কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালার বিপক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।
“শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করুন তারপর কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা বাস্তবায়ন করুন” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াছিন কলেজ ও সারদা সুন্দরী মহিলা কলেজের ৩ শতাধিক শিক্ষার্থী প্রায় একঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়। এ সময় জেলা প্রশাসকের পক্ষে (এনডিসি) শাহরিয়ার মতিন স্মারকলিপি গ্রহণ করেন।
এ বিষয়ে প্রফেসর মো. শাহজাহান বাংলানিউজকে জানান, বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। এ নীতিমালা বাস্তবায়ন না হওয়ার কোনো সুযোগ নেই।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ৩, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর