ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রূপগঞ্জে কোরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

উপজেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, জুলাই ৪, ২০১২
রূপগঞ্জে কোরআন শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে জেলা মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের আয়োজনে  ইসলামী  ফাউন্ডেশনের উদ্যেগে প্রায় ১২শ শিক্ষার্থীকে এ পুরস্কার বিতরণ করা হয়।



পুরস্কার বিতরণের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ফারহানা কাইনাইন।

এসময় বক্তব্য রাখেন- মোজাম্মেল হক ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, ইসলামিক ফাউন্ডেশনের জাহিদুল ইসলাম, ইমাম খায়রুল ইসলাম, আজিজুল হক, আল-আমিন প্রমুখ।

উপস্থিত সবাইকে কোরআন শিক্ষার ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।    
 
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর; আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।