রাজবাড়ী: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে বুধবার সকালে রাজবাড়ীতে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের মিছিলটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে।
এ সময় পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষকরা মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করেন।
১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজবাড়ীর শিক্ষকরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় শিক্ষকদের দাবির সঙ্গে একত্বতা ঘোষণা করে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া।
সমাবেশে আরও বক্তব্য রাখেন শিক্ষক নেতা শিশীর রঞ্জন বিশ্বাস, মো. আব্দুর রাজ্জাক, গাজী আহসান হাবিব, খন্দকার মনির আযম মুন্নু, মহিদুল ইসলাম, ইয়াছিন আরাফাত, নজিবুল্লা লোকমান হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর