ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬ জুলাই

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১২
রাবির ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬ জুলাই

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৬ জুলাই। তবে ওইদিন শুক্রবার থাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান একদিন পর শনিবার আয়োজন করা হয়েছে।



বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার সকাল ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করবে।

শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ভবনের পশ্চিম চত্বরে বৃক্ষ রোপণ করা হবে। এছাড়া সন্ধ্যা ৭টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রসঙ্গত, ১৯৫৩ সালে ৫ জুলাই রাজশাহী নগরীর বড় কুঠরিতে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি পাঁচজন ছাত্রীসহ মাত্র ১৬১ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল। ১৯৫৩ সালের ৩১ মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন-১৯৫৩ পাস হয়। একই বছরের ৬ জুলাই দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ হিসেবে মর্যাদা পেয়ে বিশ্বমানের শিক্ষা দিয়ে আসছে এ প্রতিষ্ঠানটি।

বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। বিশ্ববিদ্যালয়ে ৮টি অনুষদের আওতায় ৪৯টি বিষয়ে চারবছর মেয়াদি অনার্স এবং একবছর মেয়াদি মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়।

এছাড়াও এমফিল ও পিএইচডিসহ উচ্চতর গবেষণার জন্য এখানে রয়েছে ৫টি ইনস্টিটিউট।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।