রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত বাস্তবায়নের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার দুপুর ১২টার দিকে দলীয় টেন্ট থেকে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।
মিছিল শেষে টেন্টে ফিরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী, সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, আখেরুজ্জামান তাকিম, যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “বর্তমান সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার করতে যাচ্ছে তখন কিছু অপশক্তি বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পায়তারা করছে। তবে বাংলার মাটিতে কোনো রাজাকার আলবদরের স্থান হবে না। ”
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর