ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোয়াখালীতে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১২
নোয়াখালীতে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ

নোয়াখালী: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ১৭ দাবি আদায়ে নোয়াখালীতে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন স্কুলে কর্মবিরতি পালন ও জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষকরা।    

মঙ্গলবার জেলার ৯টি উপজেলার প্রায় ৪ শতাধিক বেসরকারি স্কুলের প্রায় ২ হাজার শিক্ষক-কর্মকর্তা এ কর্মসূচি পালন করে।



বুধবার প্রথমে জেলা শহরের হরিণারায়পুর স্কুল মাঠে সমাবেশ শেষে জেলা শহরে প্রায় ৬ শতাধিক শিক্ষক-কর্মকর্তা বিক্ষোভ মিছিল করে।

সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ নোয়াখালী সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাখন লাল, সদর উপজেলা সভাপতি এবিএম আবদুল আলীম, কবিরহাট উপজেলা সভাপতি এখতিয়ার উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।