ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঝালকাঠিতে শিক্ষকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জুলাই ৪, ২০১২

ঝালকাঠি: চাকরি জাতীয়করণ ও শিক্ষানীতি-২০১০ দ্রুত বাস্তবায়ন এবং সরকারি ও বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূরসহ ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঝালকাঠিতে বিক্ষোভ-মিছিল করেছে শিক্ষকরা।

জেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা বুধবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন।



বুধবার দুপুর ১২টায় জেলা জজ আদালতের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ শিক্ষক কর্মচারি ঐক্য পরিষদ বরিশাল আঞ্চলিক শাখার সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. আবদুল খালেক, সাধারণ সম্পাদক সুজিত কান্তি বসু প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‍"৩০ জুলাইয়ের মধ্যে দাবি না মানলে লাগাতার ধর্মঘট পালন করা হবে। "

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।