ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত প্রতিপক্ষের

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১২

রাবি: নেতা হওয়ার প্রতিপক্ষ ভেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হলে ছাত্রলীগের ২ কর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে আনিছুর রহমান (রাষ্ট্রবিজ্ঞান ৩য় বর্ষ) নামে এক কর্মীকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন অপর এক ছাত্রলীগ কর্মী।



বুধবার রাত ১০টার দিকে লতিফ হলে এ ঘটনা ঘটেছে। এতে আহত আনিছকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
 
হল সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে হলের নেতা হওয়ার প্রতিপক্ষ ভেবে  ছাত্রলীগ কর্মী আনিছুর রহমান ও কৌশিকের মধ্যে শত্রুতা চলছিল।

এরই সূত্র ধরে বুধবার রাতে তাদের ২ জনের মধ্যে কথাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগ কর্মী কৌশিক অপর কর্মী আনিছুর রহমানকে ধরালো ছুরি দিয়ে হাতে আঘাত করে পালিয়ে যায়।

এ ঘটনায় হলে ছাত্রলীগ কর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে কৌশিককে মারার জন্য বিভিন্ন জায়গায় ছেটাছুটি করতে থাকেন। খবর পেয়ে মতিহার থানার বিপুল সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহম্মেদ আলী বাংলানিউজকে জানান, কর্মীদের মধ্যে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরি মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘লতিফ হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ  পরিস্থিতি স্বাভাবিক করে। তবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।