খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনে নবনিযুক্ত শিক্ষকদের শিক্ষাপদ্ধতি ও কৌশলের ওপর ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপাচার্য প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ্ প্রশিক্ষণার্থী নবনিযুক্ত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলের পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষকদের মধ্যে এফএমআরটি ডিসিপ্লিনের প্রভাষক শিকদার সাইফুল ইসলাম ও ইউআরপি ডিসিপ্লিনের প্রভাষক মৈত্রী বিশ্বাস বক্তব্য রাখেন।
এ সময় গবেষণা সেলের সহকারী পরিচালক প্রফেসর ড. গোলাম সারোয়ার ও ড. কাজী দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ১৪৪০ ঘণ্টা, জুলাই ৬, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর