ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েট ছাত্রদলকে নিষিদ্ধ করার দাবি ছাত্রলীগের

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, জুলাই ৮, ২০১২

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রদলের প্যাডে রুয়েটের লোগো ব্যবহার করায় ক্যাম্পাসে সংগঠনটির সব কার্যক্রম নিষিদ্ধ করে অবিলম্বে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছে ছাত্রলীগ।
 
রুয়েট শাখা ছাত্রলীগের আহ্বায়ক হারুন-আর-রশিদ ও যুগ্ম-আহ্বায়ক ফয়সাল আহম্মেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার প্রশাসনের কাছে এ দাবি জানানো হয়।



বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত কয়েকদিন থেকে রুয়েট শাখা ছাত্রদল তাদের প্রেস বিজ্ঞপ্তি ও দাফতরিক কাজে রুয়েটের লোগো সম্বলিত অনুরূপ প্যাড ব্যবহার করছে। যা বিশ্ববিদ্যালয়ের নিয়মের পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব লোগো ওই ছাত্রসংগঠনটি ব্যবহার করায় রুয়েটের দীর্ঘদিনের ঐতিহ্য, স্বচ্ছতা ও নিরপেক্ষতা মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে তারা মনে করেন।

তাই এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ক্যাম্পাস থেকে ছাত্রদলের সব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, জুলাই ০৮, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।